ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ১৮ জন খামারীকে পুরস্কৃত

হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক এ প্রর্দশনীর উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা প্রানীজ সম্পদ কার্যালয়  চত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্ত ফাতেমা তুজ জোহরা'র সভাপতিত্বে  উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। 


এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখনে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভার.) ডা. মিলন মিয়া, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও খামারী শাকেরা আক্তার প্রমূখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত ঘোরা, মহিষ, গরু, ছাগল, হাস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয় এবং ৬টি ক্যাটাগরিতে ১৮ জন খামারীকে পুরস্কৃত করা হয়।

ads

Our Facebook Page